বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:০৪ অপরাহ্ন

পাবনায় প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন সম্পাদক হেলাল উদ্দিন

বার্তাকক্ষ
আজকের তারিখঃ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:০৪ অপরাহ্ন
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে।সকাল ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পাবনার অভিজাত পি.সি.সি.এস কমিউনিটি সেন্টারে চতুর্বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

শনিবার (১৭ ডিসেম্বর) পাবনা জেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারি ও প্রধান শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঈশ্বরদী সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।

পাবনা জেলা কমিটির সদ্য বিদায়ী সাধারন সম্পাদক আব্দুর কাদের এর সভাপতিত্বে চতুর্বাষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক গাজীউল হক।

সভার সকলের সিদ্ধান্তে আগামী চার বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় হেলাল উদ্দিনকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। হেলাল উদ্দীন দীর্ঘ দিন ধরে ঈশ্বরদী উপজেলা কমিটির সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর