পাবনায় ভেজাল মবিল তৈরী ও বাজারজাত করার অপরাধে প্রাইম ইন্টারন্যাশনাল বিডি নামে এক কারখানাতে অভিযান চালিয়েছে র্যাব।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় পাবনা জেলার সদর থানার কবিরপুর এলাকায় অবস্থিত ঐ প্রতিষ্ঠানে অভিযান চালায় র্যাব-১২ সদস্যরা।
এসময় ভেজাল মবিল তৈরী ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানের মালিক গিয়াস উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭/৪৫ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভেজাল মবিল ও রং বিনষ্ট করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক জহিরুল ইসলাম, পাবনা সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর মাহমুদ আলমসহ র্যাব সদস্যরা ।
মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায়।
প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ ভেজাল মবিল তৈরী পূর্বক বাজারজাত করে আসছিল বলে জানা গেছে।