বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন

পাবনায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে দেওয়ার সময় কাজি গ্রেফতার

বার্তাকক্ষ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন

পাবনার সুজানগরে বাল্যবিয়ে দেওয়ার আগ মুহূর্তে আরিফ বিল্লাহ (৪০) নামের এক কাজিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে সুজানগর পৌর সদরের ভবানীপুর পল্লী বিদ্যুৎ অফিসের কাছে কাজি অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরিফ বিল্লাহ সুজানগর পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কাজি এবং মথুরাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে আরিফ বিল্লাহ অফিসে এক স্কুলছাত্রীর (১৫) বাল্যবিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সুজানগর থানা পুলিশ সেখানে উপস্থিত হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। অবস্থা বেগতিক দেখে বর পালিয়ে যান।

পরে কাজিকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে ছয় মাসের জেল দেন। জরিমানা দেওয়ার পর মুচলেকায় কাজি ছাড়া পান।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর