ঈশ্বরদীতে করোনার প্রথম ডোজ পেল ৫ থেকে ১১ বছর বয়সী শিশুরা।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীদের মধ্যে প্রথম ডোজ টিকা প্রয়োগের মধ্য দিয়ে উপজেলায় একযোগ কর্মসূচির উদ্বোধন করেন ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলী মালিথা।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান, স্বাস্থ্য পরিদর্শক মন্জুর রহমান, ইপিআই টেকনোলজী ঈয়ার আলী, পরিসংখ্যানবিধ নাজনিন আফরোজ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তাসহ শিক্ষক, শিক্ষার্থী।
করোনা টিকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে ৫-১১ বছর বয়সী শিশুদের টিকাদান কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১২ দিন। এরপর একদিন শুধু জেলা ও উপজেলা পর্যায়ের স্কুলের বাইরে থাকা ৫-১১ বছর বয়সী শিশুদের টিকার আওতায় আনতে সারা দেশে একযোগে কমিউনিটি পর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।