বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন

ঈশ্বরদীতে এ বছর এসএসসি ও সমমান পরীক্ষার্থী ৪ হাজার ৭৭৩ জন

বার্তাকক্ষ
আজকের তারিখঃ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন
ফাইল ছবি:

করোনা ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর আগামী বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর সাধারণ শিক্ষা , মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে ঈশ্বরদীতে মোট ৬৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ হাজার ৭৭৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩ হাজার ৬৯৪ , ১৬টি মাদ্রাসায় ৫৩৪ ও কারিগরি পরীক্ষার্থী রয়েছে ৫৪৫ জন।উপজেলা শিক্ষা অফিস সূত্র জানাই, উপজেলায় কারিগরি ও মাদ্রাসার দুটি কেন্দ্রসহ মোট ৭টি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক পর্যায়ে সাধারণ পরীক্ষার্থীদের সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৯২১, ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৬৪ জন, নর্থ বেঙ্গল পেপার মিল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৫০ জন, পাকশী রেলওয়ে বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৪৫ জন ও বাঁশের বাদা বহুমুখি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪১৪ জন পরীক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নেবে।

এ ছাড়া উপজেলার ১৬টি মাদ্রাসার ৫৩৪ জন পরীক্ষার্থী ঈশ্বরদী আলিম মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কারিগরির ৫৪৫ জন পরীক্ষার্থী অংশ নেবে উপজেলার অরণকোলায় অবস্থিত ভোকেশনাল ইন্সটিটিউট কেন্দ্রে।

এবার ১০ টার পরিবর্তে এক ঘণ্টা পিছিয়ে পরীক্ষা শুরু হবে বেলা ১১ টায়, শেষ হবে দুপুর ১ টায়। পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে এবার পরীক্ষা হচ্ছে। এ জন্য পরীক্ষার সময় তিন ঘণ্টা থেকে কমিয়ে দুই ঘণ্টা করা হয়েছে ।

ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার এসব তথ্য নিশ্চিত করে বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে। পরীক্ষা কেন্দ্র গুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরীক্ষা চলাকালে দায়িত্বে নিয়োজিত থাকবেন।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর