মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ।
পাবনার সাথিঁয়ায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পৌর মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
সাঁথিয়া পৌরসভা মেয়র মাহবুবুল আলম বাচ্চু এর সভাপতিত্বে ৩ জুন শুক্রবার সকাল ১০ ঘটিকার সাঁথিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফাইনাল খেলার উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা- ১ আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুল হক টুকু এমপি ৷
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুলাহ আল মাহমুদ দেলোয়ার, সাথিঁয়া থানা অফিসার ইনর্চাজ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস মোছা: সেলিনা সুলতানা শিলা সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠের নেতা কর্মী উপস্থিত ছিলেন। এছাড়া বিজয়ী পিপুলিয়া একাদ্বশ টিমের হাতে পুরস্কার তুলে দেন পৌরসভা মেয়র মাহবুবুল আলম বাচ্চু ৷