জমকালো আয়োজনে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি ফজলুল হক এবং সাধারণ সম্পাদক মোক্তার হোসেন নির্বাচিত হয়েছেন।
বৃহষ্পতিবার (২৬ মে) সকাল দশটায় ঈশ্বরদী শহরের আরআরপি কমিউনিটি সেন্টারে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন পাবনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ,ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, ঈশ্বরদী উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক মুরাদ মালিথা।
দুপুর পর দ্বিতীয় অধিবেশনে ৪.২০মিনিটে ব্যালটে পেপারের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সকলে স্বত:স্ফুর্ত অংশগ্রহণ এবং সহায়তা করেছেন।
উক্ত নির্বাচনে ৫৮৪ জন ভোটারের মধ্যে ৩১১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুল হক, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিদায়ী সভাপতি জোমসেদ আলী পেয়েছেন ২৪৮ ভোট। ৩৪৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুক্তার হোসেন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিদায়ী সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি পেয়েছেন ২০৬ ভোট।
বিজয়ী সভাপতি ফজলুল হক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, ঈশ্বরদী উপজেলা শিক্ষক-কর্মচারীকে তথা সবার মধ্যে মেলবন্ধন তৈরি করে কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য। বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখা এই ধারা অব্যাহত রাখার সর্বাত্মক চেষ্টা করবে।
নির্বাচিত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন বলেন, ‘আমাকে নির্বাচিত করায় ঈশ্বরদী উপজেলা সকল শিক্ষক-কর্মচারীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এ বিজয় গণতন্ত্রের বিজয়, এ বিজয় শিক্ষক স্বত্বার বিজয়। আমাদের লক্ষ্য থাকবে শিক্ষক-কর্মচারী সবাইকে নিয়ে যাওয়া যায় সেই উদ্দেশ্যে কাজ করা।’