বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন

খণ্ডকালীন যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

বার্তাকক্ষ
আজকের তারিখঃ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন
ফাইল ছবি

ইউক্রেনের দুটি শহর মারিয়োপল ও ভলনোভাখায় সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। বেসামরিক লোকজন যেন নিরাপদে সরে যেতে পারে সেজন্যই এ ঘোষণা।

শনিবার (০৫ মার্চ) বিষয়টি ‘মানবিক করিডোর’ হিসেবে বর্ণনা করে সাড়ে পাঁচ ঘণ্টার যুদ্ধবিরতির কথা জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়াও এ বিষয়ে ইউক্রেনের কর্তৃপক্ষের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমঝোতা হয়েছে বলে জানিয়েছ বিবিসি।

বিবৃতিতে বলা হয়, শনিবার, মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা থেকে (বাংলাদেশ সময় দুপুর ১টা) এই বিরতি কার্যকর হবে। তবে এ বিষয়ে এখনো ইউক্রেনের দিক থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে শহর অবরুদ্ধ করে রাখার পরিপ্রেক্ষিতে মারিওপলের মেয়র ভিডিয়াম বোইচেঙ্কো একটি ‘মানবিক করিডোর’ ঘোষণা করার আহ্বান জানিয়েছিলেন।

এ নিয়ে যুদ্ধের দশম দিনে এসে সাময়িক বিরতি ঘোষণা করা হল রাশিয়ার পক্ষ থেকে। চলতি সপ্তাহে বেলারুশে দ্বিতীয় দফার শান্তি বৈঠকের পরে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরের বেসামরিক বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতে একমত হয়েছিল মস্কো। তারই ভিত্তিতে এই ঘোষণা  বলে মনে করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর