বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

ঈশ্বরদীর সাহাপুরে নৌকার চেয়ারম্যান প্রার্থীর অফিসে অগ্নিসংযোগ

বার্তাকক্ষ
আজকের তারিখঃ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন
নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ।

ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আকাল সরদারের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্ত্বরা। রবিবার দিবাগত রাতে ইউনিয়নের ৩নং ওর্য়াড আ’লীগ সভাপতি ইউসুফ প্রামানিকের বাড়ির সামনে নৌকার প্রার্থী আকাল সরদারের নির্বাচনী অফিসে দুবৃর্ত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে অফিসে থাকা ভোটের পোষ্টার, ব্যানার পুড়ে গেছে।

এ ঘটনায় নৌকার প্রার্থী আকাল সরদার বাদি হয়ে রবিবার দুপুরে ১০ জনকে অভিযুক্ত করে উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।

নৌকার প্রার্থী আকাল সরদার বলেন, আমার প্রতীপক্ষরা এলাকায় সুষ্ঠুভাবে ভোট হোক এটা চাইছে না। তারা এলাকার জনগণের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চাইছে। তারায় নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে। রাতের আধারে আমার পোষ্টার ছিড়ে ফেলছে।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার আশরাফুল হক বলেন, নির্বাচনী অফিস আগুন লাগিয়ে দেয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। যারা এ কাজটি করেছে তারা সুষ্ঠ ভাবে ভোট হোক এটা চাই না। তবে আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখবো।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, বিষয়টি শোনার পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করছে। তদন্ত করে সত্যতা সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর