বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ঈশ্বরদীতে মানিক হত্যা, একই সংগঠনের কর্মীর নানি গ্রেফতার পাবনায় অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণে ফায়ার সার্ভিসের গাড়িচালকের মৃত্যু ঈশ্বরদীর লক্ষীকুন্ডায় বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে ইপিজেড কর্মীর মৃত্যু ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ীর কাছে মিললো পাকিস্তানী রিভলভার! ঈশ্বরদীতে শীতের আগমনী বার্তা : হঠাৎ কুয়াশাচ্ছন্ন ঈশ্বরদীতে ‘সংবাদ সাতদিন’ পত্রিকা দ্বিতীয় বর্ষে পর্দাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন ঈশ্বরদীতে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান বিষয়ে সভা। ঈশ্বরদীতে তৈরি হচ্ছে মুক্ত মঞ্চ স্থান নির্ধারণ

ঈশ্বরদীতে রাতের আঁধারে কৃষকের ফসল বিনষ্ট করেছে দূর্বৃত্তরা

বার্তাকক্ষ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফাঁসখালী গ্রামের ঘটনা।

ঈশ্বরদীতে রাতের আঁধারে ৮ জন কৃষকের ১০ বিঘা জমির কলা ও পেঁপের বাগানসহ ঢেঁড়সের ক্ষেত কুপিয়ে নষ্ট করেছে দূর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১০ জুন) গভীর রাতের কোন এক সময় দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ফলন্ত কলা ও পেঁপে গাছসহ ঢেঁড়সের ক্ষেত কুপিয়ে নষ্ট করে। শুক্রবার (১১ জুন) সকালে জমিতে গিয়ে সর্বনাশের দৃশ্য দেখে কান্নায় ভেঙ্গে পড়েন ক্ষতিগ্রস্থ কৃষকেরা।

ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফাঁসখালী গ্রামে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষকেরা হলেন- ওই গ্রামের সুলতান হোসেন, আঃ সালাম, আহম্মদ হোসেন, আরমান আলী, আব্দুল করিম, আব্দুর রহিম, দেলওয়ার হোসেন ও আকমল হোসেন।

এই ঘটনায় ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে জানান ক্ষতিগ্রস্থ কৃষকেরা।

ক্ষতিগ্রস্থ কৃষকেরা জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার তাদের জমিতে পরিচর্যার কাজ শেষ করে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে যান তারা। শুক্রবার সকালে জমিতে এসে দেখেন তাদের জমির কলা ও পেঁপে বাগানসহ ঢেঁড়সের ক্ষেত কেটে নষ্ট করা হয়েছে।

কৃষক সুলতান হোসেন জানান, তিনি ৬৬ শতাংশ জমিতে কলার বাগান করেছিলেন। রাতের আঁধারে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে সেই কলার বাগান নষ্ট করে দিয়েছে। একই কথা জানান ক্ষতিগ্রস্থ কৃষক আকমল হোসেন। তিনি বলেন, আমি ৯৯ শতাংশ জমিতে কলার বাগান করেছিলাম। দূর্বৃত্তরা রাতের আঁধারে সেই পেঁপে বাগান কেটে নষ্ট করে দিয়েছে। কৃষক ইয়াছিন আলী কান্না জড়িত কন্ঠে বলেন, কৃষি কাজ করেই তিনি জীবিকা নির্বাহ করেন। অথচ তাঁর ঢেঁড়সের ক্ষেত কেটে নষ্ট করে দিয়েছে দূর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্থ কৃষকেরা জানান, তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তারা প্রশাসনের কাছে দাবি জানিয়ে বলেন, যারা তাদের ফসলের ক্ষতি করেছে, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।

স্থানীয় ইউপি সদস্য জাহিদ হোসেন তাঁরা মালিথা বলেন, কৃষকের এ ধরণের ক্ষতি কোন ভাবেই মেনে নেওয়া যায় না। সঠিক অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করা হবে বলেও জানান তিনি। এজন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। কৃষি বিভাগের কোন কর্মকর্তারা এখনও এলাকাটি পরিদর্শন করেন নাই। বিষয়টি গুরুত্বদিয়ে থানা প্রশাসনকে তদন্ত করার জন্য অনুরোধ করেছেন ভূক্তভোগী কৃষকরা।

এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার ব্যবস্থা করা হবে।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর