বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন

চাটমোহরে নবনির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদ এ মাসেই উদ্বোধন

আফতাব হোসেন
আজকের তারিখঃ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
চাটমোহর নবনির্মিত দৃষ্টিনন্দন উপজেলা মডেল মসজিদ।

পাবনার চাটমোহর উপজেলা মডেল মসজিদ এ মাসেই উদ্বোধন হওয়ার সম্বাবনা রযেছে। নবনির্মিত দৃষ্টিনন্দন উপজেলা মডেল মসজিদ এ মাসেই উদ্বোধন হতে পারে বলে জানা গেছে।

ইসলামিক ফাউন্ডেশনের চাটমোহর অফিসের কর্মকর্তা মো.মুস্তাফিজুর রহমান জানান, এ মাসেই হয়তো মসজিদটি উদ্বোধন হবে। এছাড়া জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি দেশের অন্যান্য স্থানের ৫০ টি মডেল মসজিদ একসাথে উদ্বোধন করবেন বলে সংশিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে গত ৭ মে এসব মডেল মসজিদ আনুষ্ঠানিক উদ্বোধনের কথা ছিল।

চাটমোহর পৌরসভার ২ নং ওয়ার্ডের বালুচর মহলায় অবস্থিত পৌর ভূমি কার্যালয়ের পেছনে চাটমোহর মহাশ্মশানের সামনে পশ্চিম দিকে সরকারি ৭ শতক ও ব্যক্তি মালিকানার ৩৬ শতক জমি কিনে ১৭০/১১০ বর্গফুট জায়গায় ১৮ হাজার ৭০০ ফুট স্পেসে তিনতলা বিশিষ্ট ডিজিটালাইড সিস্টেমের দৃষ্টিনন্দন এ মসজিদটির নির্মান কাজ প্রায় শেষ হয়েছে। এখন চলছে বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। গোপালগঞ্জের ঠিকাদারী প্রতিষ্ঠান ফার্জিন কনস্ষ্টাকশান প্রাক্কলিত ব্যয় ১২ কোটি ৬৪ লাখ ৫৭ হাজার ৫১০ টাকায় মসজিদটি নির্মান করছে।

ঠিকাদারী প্রতিষ্ঠানের পার্টনার মুস্তাফিজুর রহমান মুন জানান, নির্মান কাজ শেষ পর্যায়ে রয়েছে। এখন শুধু ফিনিসিং টার্চ চলছে। এ মাসেই দেশের অন্য জায়গায় নির্মিত এমন আরও ৫০টি মডেল মসজিদের সাথে এ মসজিদটিও প্রধানমন্ত্রী ভার্চুয়াল সিস্টেমে উদ্বোধন করবেন বলে ইসলামিক ফাউডেশন আমাদের জানিয়েছে। মসজিদটি ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়েলি উদ্বোধন করেছিলেন।

মসজিদটি নির্মান তদারকী করছেন-গনপূর্ত পাবনা বিভাগের এসডি আব্দুর ছাত্তার ও এসও মো. হারুন। তিনতলা বিশিষ্ট বি গ্রেডের মসজিদটির নীচতলায় গাড়ী গ্যারেজ, মৃতদেহ ধোয়ানো ও জানাজার স্পেস, ইমাম প্রশিক্ষন কেন্দ্র, ডাইনিং রুম, স্টোর রুম ও বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র। দ্বিতীয়তলায় রয়েছে প্রায় ৮০০ জন মুসুলির নামাজ পড়ার মত মসজিদ, খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এর থাকার জন্য ৫ ক ও অডিটরিয়াম।

তৃতীয়তলায় রয়েছে মহিলাদের নামাজ ঘর, হাজী প্রশিক্ষন কেন্দ্র, ইসলামী রিসাস্ সেন্টার ও ইফা’র অফিস। ছাদে সোলার প্যানেল ও নিয়ন লাইট।। মসজিদটির সামনে চোখ ধাঁধানো পাাথরের বিশাল সিঁড়ি। চারদিক দিয়ে ওঠার ৪ টি সিঁড়ি।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর