রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ঈশ্বরদী উপজেলা স্কাউটস’র ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন রাশিয়ায় বিশ্বের একমাত্র ভাসমান এনপিপিতে পিয়ার রিভিউ মিশন সম্পন্ন ঈশ্বরদীতে সাংবাদিকদের সাথে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় ঈশ্বরদীতে সরকারিভাবে ধান চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রানা সরদারের পক্ষে মিছিল ও পথসভা রাশিয়ার বিদ্যুতের ২৫ শতাংশ আসবে পরমাণু উৎস থেকেঃ রুশ প্রেসিডেন্ট ঈশ্বরদীতে নানা আয়োজনে বিশ্ব মা দিবস পালিত ঈশ্বরদীতে মাটি উত্তোলনের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা আদায় ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে রানা সরদারের বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক ঈশ্বরদীতে পুকুরে পাওয়া গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়েছে

ঈশ্বরদীতে খরতাপে লিচুর ফলন কম, তবে দাম নিয়ে আশাবাদী চাষিরা

বার্তাকক্ষ
আজকের তারিখঃ রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
ফলনে কম হলেও বাজারে লিচুর চাহিদা থাকায় ভালো দাম পাওয়ায় সন্তুষ্ট চাষিরা।

গুণে মানে সেরা হওয়ায় সারাদেশেই ঈশ্বরদীর বোম্বাই লিচুর কদর আলাদা। লিচু ঈশ্বরদীর প্রধান অর্থকারী ফসল। লিচু বাগানগুলোতে পাতার ফাঁকে থোকায়, থোকায় ঝুলছে রঙিন লিচু, খাওয়ার উপযোগী হয়েছে।

ঈশ্বরদী উপজেলার জয়নগর, মানিকনগর, ছলিমপুর, মিরকামারি, চর-মিরকামারি, আওতাপাড়া, কাঠালবাড়িয়া, চর গড়গাড়ি, পাকুড়িয়া, দাদাপুর, চরকুড়ুলিয়া, বাঁশেরবাদা সহ বিস্তীর্ন চরাঞ্চলেও খুব দ্রুত গড়ে উঠছে লিচুপল্লী।

এ অঞ্চলের বেলে-দোআঁশ মাটি ও আবহাওয়া লিচু চাষের জন্য খুব উপযোগী। বরাবর ভালো দাম পাওয়ায় লিচু চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। এসব এলাকার সড়ক বা মহাসড়ক ধরে গেলে রাস্তার দুপাশে চোখে পড়ে শুধু লিচু, লিচু। কিন্তু এবার দৃশ্যপট ভিন্ন। এবার লিচু গাছে শুধু পাতা আর পাতা। পাতার ফাঁকে উকি মারছে কিছু কিছু লিচু।

লিচু চাষীদের সঙ্গে বলে জানা গেছে, গত বছরের তুলনায় মাত্র ২০ ভাগ গাছে এ বছর লিচুর মকুল এসেছিল। আর বেশির ভাগ গাছই ছিল মকুল শূণ্য। মকুল না আসায় বিশেষ করে বোম্বাই জাতের লিচুর ফলন লক্ষ্যমাত্রায় এক পঞ্চমাংশ হবে বলে ধারনা করা হচ্ছে। লিচুর ফলন বিপর্যয়ের কারণ হিসাবে বিশেষজ্ঞরা বলছেন, জলুবায়ু পরিবর্তনের প্রভাবে এবার ঈশ্বরদীতে বোম্বাই লিচুর ফলনের বিপর্যয় ঘটেছে। সাধারণত জানুয়ারি মাসের শেষে এবং ফেব্রুয়ারি মাসের প্রথমে বোম্বাই লিচু গাছে মকুল আসে। কিন্তু এবারে মধ্য জানুয়ারি থেকে হঠাৎ করে শীতের প্রকোপ কমে যাওয়ায় মকুল কম অঙ্কুরিত এবং বেশি পরিমান পাতা গজিয়েছে।

লিচু চাষীরা বলছেন, এ বছর প্রাকৃতিক কারণেই প্রায় ৫ ভাগের ৪ ভাগ গাছেই মকুল ছিল না। গাছে পাতার ফাঁকে ফাঁকে যে মুকুল আসে তা গুঁটি তৈরির সময়ই বিপর্যয় দেখা দেয়। পরবর্তীতে দাবদাহ এবং খরার কবলে পড়ে লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে।

মানিকনগর এলাকার লিচু চাষি এস এম শিশির মাহমুদ দৈনিক ইশ্বরদী নিউজকে বলেন, গত বছর ভাল ফলন হওয়ায় প্রায় আট লাখ টাকার লিচু বিক্রি করেছিলাম কিন্তু এবারে সিকি (চার ভাগের একভাগ) গাছে মকুল এসেছিল এবারে মকুল কম আসায় মাত্র দুই লক্ষ টাকার লিচু বিক্রি হয়েছে।

ফলন বিপর্ষয় নিয়ে অবশেষে ঈশ্বরদীর সুস্বাদু বোম্বাই লিচু অল্প অল্প করে বাগান থেকে মোকামে আসতে শুরু করেছে। শনিবার জয়নগর, আওতাপাড়া লিচু মোকামে পাইকারি হিসাবে ২৪শ’ থেকে ২৮শ’ টাকায় প্রতি এক হাজার লিচু বিক্রি হয়েছে। মোকামে আাঁটির লিচু উঠলেও বোম্বাই লিচু পুরোপুরি বাজারে আসতে এখন ও সপ্তাহ খানেক সময় লাগবে বলে জানান লিচু চাষিরা।

এবার লিচুর ফলন কম হলেও এই কম লিচু নিয়েই এখন বাজার বেশ জমজমাট। ভাল দাম পেয়ে ফলন হলেও হতাশার মাঝে আশার আলো দেখছেন লিচু চাষিরা। ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠবেন বলে জানান তারা।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !