বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

নন্দীগ্রামে জিতলেন মমতা, হেঁটেই ঢুকলেন অফিসে

বার্তাকক্ষ
আজকের তারিখঃ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নন্দীগ্রাম আসনে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নন্দীগ্রাম আসনে ১২০১ ভোটে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  জয় নিশ্চিত হতেই বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে অফিসে ঢুকেছেন তিনি।

এর আগে মমতা দ্বাদশ রাউন্ডের গণনা শেষে প্রায় সাড়ে ৪ হাজার ভোটে পিছিয়ে ছিলেন।

এই আসনে ভোট গণনার শুরুতে এগিয়ে ছিলেন মমতার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। বেশ অনেকটা সময় এগিয়ে ছিলেন বিজেপির প্রার্থী। একাদশ রাউন্ডের শেষে ৩৩২৭ ভোটে এগিয়ে যান মমতা। দ্বাদশ রাউন্ডের শেষে ফের এগিয়ে যান শুভেন্দু। চতুর্দশ রাউন্ডের ভোট গণনার পর ২ হাজার ৩৩১ ভোটে আবার এগিয়ে যান মমতা।

রোববার (০২ এপ্রিল) পুরো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চললেও বাড়তি নজর নন্দীগ্রামের দিকে। গোটা দেশই তাকিয়ে রয়েছে তৃণমূলের আন্দোলন ভূমির দিকে।

ভোট গণনায় সামগ্রিকভাবে এগিয়েই রয়েছে তৃণমূল। দুপুর ২টা পর্যন্ত ২০৫ আসনে এগিয়ে রয়েছে তারা। কিন্তু তাদের কড়া টক্কর দিচ্ছে বিজেপি। ৮৫ আসনে এগিয়ে রয়েছে তারা। সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে দুটিতে, বাকি দুই আসনে এগিয়ে অন্যান্য।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর