বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন

পাবনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য অস্ত্রসহ আটক

বার্তাকক্ষ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন

পাবনায় বিশেষ অভিযানে ওয়ান শুটারগান, কার্তুজ একটি মোবাইল ফোনসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো, দোপখোলা গ্রামের শাহজাহান আলীর ছেলে সাজীব আহম্মেদ (১৬) ও একই এলাকার রিকাত আলীর ছেলে আশিক আহম্মেদ (১৭)।

১৭ এপ্রিল শনিবার দিবাগত রাতে তাদের সদর উপজেলার দোপখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

পাবনার পুলিশ সুপার মোহাম্মাদ মহিবুল ইসলাম খান জানান, পাবনা জেলাকে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অবৈধ অস্ত্র মুক্ত করার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

অভিযানে সদর থানার দোপখোলা এলাকা থেকে দুই কিশোরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্রের দ্বারা লোকজনদের ভয়ভীতি দেখিয়ে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করিয়া আসছিল তারা। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর