হাসপাতাল ছাড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ শুক্রবার সন্ধ্যায় তিনি হুইলচিয়ারে বাড়ি ফেরেন। মুখ্যমন্ত্রীর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তবে হাসপাতাল থেকে ফিরলেও বেশ কয়েকদিন হুইলচেয়ারেই কাটাতে হবে মমতাকে।
এর আগে, গতকালই মুখ্যমন্ত্রী হাসপাতাল থেকে ভিডিও বার্তায় জানিয়েছিলেন দু’-তিন দিনের মধ্যে প্রয়োজনে হুইলচেয়ারে হলেও প্রচারে ফিরবেন তিনি। বাড়ি ফেরার পর দু’একদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী জঙ্গলমহলে প্রচার শুরু করতে পারেন বলে জানিয়েছিল তৃণমূল।
এদিকে, মমতা আহত হওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে জড়িয়ে তৃণমূল। রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইনশৃঙ্খলাকে সরিয়ে দেওয়া নিয়ে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে দলটি। যদিও অভিযোগ নাকচ করে দিয়েছে কমিশন। তবে এই তিরস্কারেও অবশ্য হাল ছাড়েনি তৃণমূল। শুক্রবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন দলের ৬ নেতা। সব মিলিয়ে কমিশেনের সঙ্গে তৃণমূলের সংঘাত তুঙ্গে পৌঁছেছে।