গোপন সংবাদের ভিত্তিতে পাকশী ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ সেলিম হোসেন (৫০) নামীয় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার (১০ মার্চ) রাত দশটার দিকে ফাঁড়ির পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের নের্তৃত্বে বড়ইচারা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ ইনসপেক্টর শহিদুল ইসলাম জানান, দিয়ার বাঘইল গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র সেলিম হোসেন বড়ইচারা হতে নতুনহাট অভিমূখে যাওয়ার সময় তার বাজার করার ব্যাগ তল্লাশি চালিয়ে গাঁজা পাওয়া যায়। বেশ কিছুদিন ধরে চিহ্ণিত মাদক ব্যবসায় সেলিমের উপর পুলিশের নজর ছিলো।
থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, এব্যাপারে ঈশ্বরদী থানায় মামলা দাযের হয়েছে। আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।