ঈশ্বরদী মাহাতাব কলোনী থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে এক নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার (২৫ ফেরুয়ারি) সকাল ১০টায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা খ সার্কেল পাবনার উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় স্টাফ সহ ভাড়াকৃত মাক্রোবাস যোগে নিয়মিত অভিযান পরিচালনা করেন।
এ সময় মাদকবিরোধী টহল ডিউটির সময় মাহাতাব কলোনি এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন মাহাতাব কলোনিতে বসবাসকারী মোছাঃ শাহানাজ খাতুন (২৫), স্বামী পারভেজ,বাড়ী তল্লাশী করে নিজ ঘঢ়ের ওয়্যার ড্রপের নিচের ড্রয়ার হতে একটি প্লাষ্টিকের ব্যাগ হতে (২০) বোতল ফেন্সিডিল উদ্ধার সহ মোছাঃ শাহানাজ খাতুনকে আটক করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য-২০,০০০/= (বিশ হাজার) টাকা
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন,২০১৮ সালের ৩৬ (১) সারণিক-১৪ (খ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর-৪৮ তারিখঃ- ২৫/০২/২০২১ খ্রিঃ।