ঈশ্বরদী আড়মবাড়িয়া এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে এক নারী মাদক ব্যাবসায়ী কে আটক করেছে।
রবিবার (২১ ফেরুয়ারি) দুপুর ২টায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বিভাগীয় স্টাফ সহ ভাড়াকৃত মাক্রোবাস যোগে নিয়মিত অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ সানোয়ার হোসেন সহ সঙ্গীয় ফোর্স।
এ সময় মাদকবিরোধী টহল ডিউটির সময় আরামবারিয়া এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন আরামবারিয়া গ্রামস্থ জনাব মোঃ শিহাব হোসেনের বাড়ির সামনে ঈশ্বরদী- লালপুর পাকা রাস্তার উপর উত্তর পার্শে¦ লালপুর হতে আসা যাত্রীবাহী পাবনা থ-১১-১৭১৩ নামীয় নম্বরযুক্ত একটি সি.এন.জি সময়-১৪:০০ ঘটিকায় গতিরোধ পূর্বক ঘেরাও করিয়া উক্ত সিএনজির পিছনে সিটে বসা রত্না খাতুন (৩৫) স্বামী আবু তালেব গ্রাম করমমজা নিশিপাড়া ,থানা সাথিয়া জেলা পাবনাকে হ্যান্ডপারস ব্যাগের ভিতর-১০(দশ)টি পলিথিনের পোটলায় রক্ষিত মাদকদ্রব্য হেরোইন, যার প্রতিটি পোটলায়-০১(এক) করে মোট-১০(দশ) গ্রাম উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইনের মুল্য-৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ক্রমিক নং-৮(খ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের হয়েছে।মামলা নম্বর-৩৭ তারিখঃ- ২১/০২/২০২১ খ্রিঃ।