ঈশ্বরদীতে নারী অধিকার প্রতিষ্ঠায় উপজেলা নাগরিক জোটের গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে ৷
বুধবার ( ১০ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে নাগরিক সমাজ শক্তিশালীকরণের মাধ্যমে নারীর অধিকারকে সুরক্ষা ও প্রতিষ্ঠা করতে উপজেলা নাগরিক জোটের নারী অধিকার প্রতিষ্ঠায় উপজেলা নাগরিক জোটের গনতান্ত্রিক সংলাপ হয়েছে, এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আতাউর রহমান বাবলু ৷
এ সময় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর .এম.ও. ডা শফিকুল ইসলাম শামীম, প্রকল্প সমন্বয়কারি এডভোকেট ডা: সাহিনা পারভীন, উপজেলার নাগরিক জোটের সভাপতি ও সাংবাদিকদের সংগঠক আতাউর রহমান বাবলু, উপজেলা নাগরিক জোটের সেক্রেটারি সুলতানা ইয়াসমিন শিল্পী, উপজেলা নাগরিক জোটের সাবেক সদস্য সচিব হাসান চিশতী।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার নাগরিক জোটের সভাপতি সাংবাদিকদের সংগঠক আতাউর রহমান বাবলু , প্রধান অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আর.এম.ও. ডাঃ শফিকুল ইসলাম শামীম, প্রকল্প সমন্বয়কারি এডভোকেট সাহিনা পারভীন, নাগরিক জোটের সেক্রেটারি সুলতানা ইয়াসমিন শিল্পী, ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক জোটের উপজেলার ইউনিয়ন পর্যায়ের প্রাথমিক সেবা প্রদানকারী মহিলা সদস্যরা প্রমুখ ৷
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নাগরিক জোটের আঞ্চলিক সমন্বয়কারী আশিকুর রহমান লুলু ৷