তৃতীয় ধাপের পাবনা পৌরসভা নির্বাচনে শেষ দিনের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে ওঠে নির্বাচনি মাঠ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিনগত রাত ১২টা থেকে সব ধরনের প্রচারণা শেষ হচ্ছে।
এদিন উন্নয়নের নানা আশ্বাসে ভোটারদের কাছে টানতে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা।
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত পাবনা পৌর নির্বাচনে সরকার দলীয় নৌকার মেয়রসহ পাঁচজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে নৌকা প্রতীকী নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাবনা জেলা যুবলীগের বর্তমান আহ্বায়ক সাবেক ছাত্রলীগ নেতা আলী মুর্তজা বিশ্বাস সনি।
অপরদিকে দলের বিপক্ষে স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়ে নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক জেলা যুবলীগের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা শরিফ উদ্দিন প্রধান।
বিএনপির প্রার্থী এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপি নেতা নূর মোহম্মদ মাসুম বগা।
অন্যদিকে জাতীয় পার্টির লাঙল প্রতীকী নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক চৌধুরী মো. মাহাবুবুল হক রাজন ও হাতপাখা প্রতীকী নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাওলানা আবু বক্কর সিদ্দিক।
নির্বাচনের প্রস্তুতি নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহাবুবর রহমান বলেন, অবাধ-সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না।
নির্বাচনের আইন-শৃঙ্খলা বিষয়ে পাবনা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, পৌরসভা নির্বাচন কেন্দ্রিক পৌর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।
সব স্থানে সাদা পোশাকের পুলিশসহ টহল জোরদার করা হয়েছে।