বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

বহিস্কারের ভয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পাবনা বেড়া উপজেলার সেই বিদ্রোহী প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

আসন্ন পাবনার বেড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

বহিস্কারের ভয়ে শেষ পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থী রেজাউল হক বাবুকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার (০৪ ডিসেম্বর) উপনির্বাচন থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন বেড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক আফজাল হোসেন।

তিনি শুধু নির্বাচন থেকেই সরে দাঁড়াননি ক্ষমাও প্রার্থনা করেছেন বেড়া বাসীর নিকট।

এর আগে গত ২৮ নভেম্বর নৌকার বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিস্কারের সুপারিশ করে জেলা থেকে কেন্দ্রে চিঠি পাঠানো হয়। বহিস্কারের সিদ্ধান্তের পূর্বেই তিনি ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর বেড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর