ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন উপলক্ষ্যে নৌকা মার্কাকে বিজয়ী করতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
শনিবার (০৫ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর বালক উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে নেতাকর্মী ও ভোটারদের নিকট আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে বক্তব্য ও ভোট প্রার্থনা করেন ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস।
উপজেলার পাকশী ইউনিয়নের ছয় নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে সভাপতিত্বে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মাদ রশিদুল্লাহ, সাধারন সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, পাকশি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাবিবুল ইসলাম হবিবুল, পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি এনামুল হক বিশ্বাস, সাধারন সম্পাদক সাইফুল আলম বাবু মন্ডল, যুগ্ন সম্পাদক রেজাউল করিম রাজা, পাকশি রেলওয়ে শ্রমিকলীগ সভাপতি ইকবাল হায়দার,সম্পাদক নজরুল ইসলাম, পাকশি ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মেজবুল হোসেন, পাকশি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাকিকুল হোসেন শিমুল।
উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর ঈশ্বরদী উপজেলা পরিষদ চেয়ারম্যানে পদের উপ-নির্বাচনে দলীয় প্রার্থীকে নৌকা প্রতীকে বিপুলভোটে বিজয়ী করার লক্ষে ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।