ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন উপলক্ষে মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টায় মুলাডুলি মুক্ত মঞ্চে এ পথসভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী পখসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।
মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক মালিথার সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল, আকরাম আলী খান, পাবনা জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক বসির আহমেদ বকুল, মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল হক পুনো, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, নারী নেত্রী পারভীন আক্তার, মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান ফান্টু মন্ডল, খালেক জোয়াদ্দার, হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি, যুবলীগ নেতা দোলন বিশ্বাস, মোশাররফ হোসেন নয়ন, খন্দকার মিলন, শফিকুল ইসলাম জামাল, সোহেল বিশ্বাস, কামাল বিশ্বাস, সাবেক ছাত্রলীগ নেতা খায়রুজ্জামান রঞ্জন, ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন অবুজ, আলমগীর হোসেন, বাপ্পি মালিথাসহ ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।
পথসভা সঞ্চালনা করেন মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠু।