ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করতে দলের সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের স্টেশন সড়কে আওয়ামীলীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগ আয়োজিত প্রার্থী বাছাই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
এ সভায় আসন্ন ঈশ্বরদী পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে ১৪ জনের নামের তালিকা জমা নেওয়া হয়েছে।
পৌর কমিটির দপ্তর সম্পাদক সানোয়ার হোসেন জানান, সভায় কমিটির ৬৩ জন সদস্য উপস্থিত ছিলেন। সকলের মতামতের ভিত্তিতে মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা উপজেলা কমিটির সংগে সমন্বয় করে পাবনা জেলা কমিটিতে পাঠানো হবে। জেলা কমিটি থেকে নাম উঠানো হবে কেন্দ্রীয় বোর্ডে। কেন্দ্র থেকে দলীয় প্রার্থীর ঘোষণা করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বচন কমিশনের তফশিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি পৌর নির্বাচন, প্রার্থীতা জমা ২০ ডিসেম্বর ও প্রত্যাহার ২২ ডিসেম্বর। বুধবার তফশিল ঘোষণার পরপরই শহরে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণচঞ্চলের সৃষ্টি হয়েছে।
মেয়র পদে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন ঈশ্বরদী পৌর সভার বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী মালিথা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক রুহুল ইসলাম স্বপন, পাবনা কৃষক লীগের সদস্য ও ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুর রহমান বিরু, পৌর কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি ইমরুল কায়েস দারা, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল হক পুনো, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, পৌর আওয়ামী লীগের বিজ্ঞান, ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সরফুজ্জামান বিডন, আওয়ামীলীগ নেতা জালাল উদ্দীন,উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা বেগম।