বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:০০ অপরাহ্ন

ঈশ্বরদী পৌরসভা নির্বাচন ১৬ জানুয়ারি

বার্তাকক্ষঃ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:০০ অপরাহ্ন

দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার (২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আলমগীর এই তফসিল ঘোষণা করেন।তিনি বলেন, ইভিএমের মাধ্যমে ২৯টি পৌরসভায় এবং ঈশ্বরদীসহ ৩২টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ব্যালটের মাধ্যমে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ঈশ্বরদীসহ মোট ৬১ টি পৌরসভার ভোট ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।

এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব জানান, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছে। এখানে তফসিল দেয়ার কোনও প্রয়োজন নেই। কেবলমাত্র ভোটের তারিখ ঘোষণা হবে। কমিশনের সিদ্ধান্ত হলে ভোটের তারিখ জানানো হবে। এক্ষেত্রে ডিসেম্বরের শেষ দিকে ভোট হতে পারে। তবে কোনও কারণে ডিসেম্বরে সম্ভব না হলে জানুয়ারিতে হবে।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর