ঈশ্বরদী পাকশীর রেলওয়ের জমি থেকে উচ্ছেদের প্রতিবাদে বসবাসকৃত বসতিদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২১ নভেম্বর) বিকাল ৩ টায় পাকশী হাসেম আলী মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রফির সভাপতিত্বে প্রতিবাদ সভার কার্যক্রম শুরু হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রশিদুল্লাহ।
এ সময় আরোও বক্তব্য রাখেন দৈনিক সমকাল পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি ও সাপ্তাহিক ঈশ্বরদী পত্রিকার সম্পাদক সেলিম সরদার, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আবু তারেক, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, ইউপি সদস্য বেলাল আহমেদ, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সমাজসেবক একরামুল হক, দিপু, টুটুল, শিক্ষিকা ফাতেমা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, আমরা কয়েক পুরুষ ধরে এই পাকশীতে বসবাস করছি। আর বাসস্থান আমাদের মৌলিক অধিকার। এটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়ীত্ব। আমরা পারমানবিক প্রকল্পের বিরুদ্ধে নয়। আমরা সহযোগীতা করতে চাই।তবে আমাদের পূর্নবাসনের ব্যবস্থা করতে হবে।
প্রতিবাদ সভা সঞ্চালনা করেন সিরাজুল ইসলাম শিরু।