সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি সন্দেহে আত্মসমর্পন করা চারজনের মধ্যে দুজনের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলায় বলে জানা গেছে। তাঁরা হলেন- উপজেলার নন্দনপুর ইউনিয়নের দাড়ামুদা গ্রামের আবু তালেবের ছেলে নাইমুল ইসলাম ও মোখলেছুর রহমানের ছেলে কিরণ ওরফে হামিম ওরফে শামীম।
সাঁথিয়ার খোয়াজউদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সিরাজউদ্দৌলা জানান, নাইমুল ও কিরণ দুজনই তাঁর প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও ওই দু’’জনের বসবাস একই গ্রামে। তাঁদের দুজনের মধ্যে এখন নাইমুল জোড়গাছা ডিগ্রি কলেজে বিএ ক্লাসে এবং কিরণ একই কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পড়ছে।
এ ব্যাপারে নন্দনপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিটন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জানান, পুলিশের কাছ থেকে ওই দুজনের নাম ও ঠিকানা তিনি জেনেছেন।