ঈশ্বরদী উপজেলা পরিষদের উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়া তিন প্রার্থীকেই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ঈশ্বরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা রায়হান কুদ্দুস এ তথ্য জানান।
তিনি জানান, বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, বিএনপির মনোনীত প্রার্থী আজমল হোসেন সুজন এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শাহীন শাহ গাউসুল আজম।
আগামী ১০ ডিসেম্বর ঈশ্বরদী উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে রবিবার এই তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আগামী ২৩ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
আপিল দাখিলের শেষ তারিখ ১৮ ও ২০ নভেম্বর। আপিল নিষ্পত্তির শেষ তারিখ ২১-২২ নভেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ নভেম্বর সোমবার।