দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা সার্ভিস চালু করছে ভারতীয় হাইকমিশন। তবে এখনই দেয়া হচ্ছে না পর্যটন ভিসা।
মূলত শুরুতে নয়টি ক্যাটাগরির জন্য এই অনলাইন ভিসা সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে হাইকমিশন।
শুক্রবার ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুকে এক বার্তায় এই তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, ঢাকার ভারতীয় হাইকমিশন আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা সার্ভিস চালু করা হয়েছে। আপাতত মেডিকেল, ব্যবসা, কর্মসংস্থান, সাধারণ প্রবেশ (এন্ট্রি), সাংবাদিক, কূটনীতিক, অফিশিয়াল, জাতিসংঘ অফিশিয়াল এবং জাতিসংঘ কূটনীতিক এইসব ক্যাটাগরির জন্য অনলাইন ভিসা সার্ভিস চালু করা হয়েছে।
এই নয় ক্যাটাগরি ব্যতীত অন্যান্য ক্যাটাগরির জন্য অনলাইন ভিসা সার্ভিস খুব শিগগির চালু করা হবে বলে বার্তায় আভাস দেয় ভারতীয় হাইকমিশন।