সারাদেশে সংঘটিত ধর্ষণ-নিপীড়নের ঘটনায় বিচারের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন করেছেন সাধারন শিক্ষার্থীবৃন্দ।
বৃহস্পতিবার (৮অক্টোবর) বিকাল ৫টা ৩০ মিনিটে ঈশ্বরদী রেল গেট থেকে শুরু হয়ে বাজারের প্রধান ফটকের সামনে থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান করে ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান লেখা ফেস্টুন ও মোমবাতি জ্বালিয়ে ঈশ্বরদীর বিভিন্ন স্কুল ও কলেজের অধ্যায়নরত শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ গ্রহন করে।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, তারা কোন রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্য নন। তারা ঈশ্বরদীর বিভিন্ন স্কুল ও কলেজর অধ্যায়নরত শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করেছে।
শিক্ষার্থীদের এই মানববন্ধনে ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু তাদের এই মানববন্ধন দেখে গাড়ি থেকে নেমে অংশ গ্রহন করেন। ধর্ষণ ও নারী-নিপীড়নের ঘটনায় সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের সাথে শ্লোগান দেন।
এসময় উপস্থিত ছিলেন তানজিন আহমেদ রাফি, মাহি ইসলাম, আহসান হাবিব আকাশ, রাকিবুল ইসলাম, আলিফ, তানিম, নাদিম সহ ঈশ্বরদীর স্কুল ও কলেজের সকল সাধারন শিক্ষার্থীবৃন্দ।