পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে ভয়ভীতি ও হামলার অভিযোগ তুলে ধরে সুষ্ঠুভাবে ভোট হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে সাহাপুরের মন্ত্রীর মোড়ের নিজ বাসায় সংবাদ সম্মেলন করে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে, একটি সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা যাচ্ছি না। এই আসনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কতিপয় দুষ্কৃতকারী বাড়ি বাড়ি গিয়ে আমার দলের নেতা-কর্মী ও লোকজনকে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। এসব কারণে আমিসহ দলীয় লোকজন চরম উৎকণ্ঠার মধ্যে আছি।’
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক সাংসদ সিরাজ সরদার, কেন্দ্রীয় কৃষক দলের সদস্যসচিব হাসান জাফির তুহিন, খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা বিএনপি নেতা আতিয়ার চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহবায়ক আজমল হোসেন সুজন প্রমুখ।
উল্লেখ্য চলতি বছরের ২ এপ্রিল পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলু মারা গেলে পরবর্তীতে আসনটি শূণ্য ঘোষনার পর উপ-নির্বাচনের তফশীল ঘোষনা করে নির্বাচন কমিশন।