বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন

পাবনা ৪ উপ-নির্বাচন উপলক্ষ্যে বিএনপির সংবাদ সম্মেলন ও হাবিবের নির্বাচনী ইশতেহার ঘোষণা !!

বার্তাকক্ষ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন
নির্বাচনী ইশেহার ঘোষণা করছেন হাবিবুর রহমান হাবিব

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান হাবিব লিখিত ইশতেহারে উল্লেক্ষ করেন।

১। ঈশ্বরদী উপজেলা মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমি ঈশ্বরদী-আটঘরিয়া হতে মাদক নিয়ন্ত্রণপূর্বক মাদকমুক্ত সমাজ গঠনে অঙ্গিকারাবদ্ধ।

২। শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ পূর্বক মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা।

৩। ঈশ্বরদী একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন।

৪। ঈশ্বরদীতে উন্নতমানের হাসপাতাল স্থাপন ও আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করণ।

৫। মা ও শিশুর স্বাস্থ্য সেবাসহ মা ও শিশুর সুরক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

৬। দুই উপজেলায় অবস্থিত সকল সেবামূলক প্রতিষ্ঠানে জনসাধারণের সেবা গ্রহণ নিশ্চিত করা।

৭। ঈশ্বরদী রেলগেটে ত্রি-মুখী ফ্লাইওভার নির্মাণ।

৮। ঈশ্বরদী-আটঘরিয়াতে উৎপাদনমুখী শিল্প-কারখানা স্থাপন পূর্বক শিক্ষিত যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

৯। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারী তথা গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং পাকশীবাসীর চলমান উচ্ছেদ সমস্যার সমাধান করা।

নির্বাচনী ইশেহার ঘোষণার পূর্বে হাবিবুর রহমান হাবিব তাঁর বক্তব্যে বলেন, নির্বাচনে প্রচার-প্রচারণা চালানোর সময় দলীয় নেতা-কর্মীদের বাঁধা দেয়া হচ্ছে। নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেয়া এবং পোষ্টার ছিড়ে ফেলা হচ্ছে। দুইটি স্থানে নির্বাচনী মাইক ভাংচুর করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সংসদ সদস্য বারী সরদার, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার, সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, সাবেক সংসদ সদস্য কেএম আনেয়ারুল ইসলাম, বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবু,  জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফর তুহিন, বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের দপ্তর সম্পাদক ললিতা গুলশান মিতা, নারী নেত্রী ডলি খান, পাবনা জেলা বিএনপি নেতা মান্নান মাষ্টার, আব্দসু সামাদ মন্টু খান, নূর মোহাম্মদ বগা, পাবনা জেলা মহিলা দল নেত্রী মুন্নি খাতুন, সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, ঈশ্বরদী পৌর বিএনপি নেতা এস এম ফজলুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল প্রমূখ।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর