আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, ‘নৌকা-স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক। তাই দেশের উন্নতির জন্য আ.লীগকে আবার ক্ষমতায় আনতে হবে ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আটঘরিয়ায় পৌর মহিলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি আরো বলেন, পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থি নূরুজ্জামান বিশ্বাস একজন সৎ ও বীর মুক্তিযোদ্ধা। আগামী ২৬ তারিখের নির্বাচনে এই আসনে নৌকা আবারো বিজয়ী হলে ঈশ্বরদী ও আটঘরিয়ার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
আটঘরিয়ার পথসভায় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। এসময় বক্তব্য রাখেন নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা, জেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহীদুল ইসলাম রতন, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীরুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক শিবলি সাদিক প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন, আটঘরিয়া পৌর মহিলা লীগের সভাপতি উম্মে কুলসুম আরা বিউটি।