প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ-নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।
দিনের ভোট রাতে হবে না উল্লেখ করে তিনি বলেন, প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন না করলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে।
বুধাবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাবনা- ৪ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইন শৃংখলা বাহিনীকে তিনি নির্বাচনে বহিরাগতরা যেনো কোন ভাবেই প্রভাব বিস্তার করতে না পারে সেদিকে নজর দেওয়ার আহবান জানান।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, আমরা কখনই কোন পক্ষপাতিত্ব নির্বাচন করি না।