বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন

লালপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা

ফজলুর রহমান লালপুর
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন

নাটোরের লালপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে মোস্তাক (৩৫) পিতাঃ নেড়া খঁা  নামের এক ভেজাল গুড় ব্যবসায়ীকে ২লক্ষ টাকা জরিমানা করেছে র‍্যাব-৫ এর সহতায় ভ্রাম্যমান আদালত ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিতিতা ইসলাম পুর এলাকার এক ভেজাল কারখানায় অভিযান চালিয়ে এই জরমিানা করে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার


র‍্যাব জানায়, ভেজাল গুড় তৈরী হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল লালপুর উপজেলার বালিতিতা ইসলাম পুর এলাকার এক ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে ১৫হাজার কেজি ভেজাল গুড়, রং ও গুড় তৈরীর সরঞ্জামসহ মোস্তাক, নামের এক ভেজাল গুড় ব্যবসায়কে আটক করা হয়। এসময় ভেজাল গুড় তৈরীর অপরাধে ঐ ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার এর ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করে জানান, ভেজাল গুড় উৎপাদনের অপরাধে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৪২ ধারায় মোস্তাক কে ২লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর