পাবনা-৪ উপ-নির্বাচনের দায়িত্ব পাওয়া প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের মঙ্গলবার সকাল ও বিকেলে দুটি শিফটে প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (২২সেপ্টেম্বর) সকালে সরকারী এস এম মডেল স্কুল এ্যান্ড কলেজ ভেন্যুতে মোট ৮৪ জন প্রিজাইডিং অফিসার, ৪৮৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯৭৪ জন পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হবে যা শেষ হবে ২৩ সেপ্টেম্বর।
বিষয়টি জানিয়েছেন পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা ও পাবনা-৪ উপ-নির্বাচনের রির্টানিং অফিসার আব্দুল লতিফ শেখ।তিনি বলেন, যে সব অফিসার নির্বাচনে দায়িত্ব পালন করবেন তাদের প্রশিক্ষণ আগামীকাল শেষ হবে।
প্রশিক্ষণ চলাকালীন সময় উপস্থিত ছিলেন- নির্বাচন প্রশিক্ষণ মহা-পরিচালক নুরুজ্জামান তালুকদার, পাবনা-৪ উপ-নির্বাচনের রির্টানিং অফিসার আব্দুল লতিফ শেখ, সহকারী রির্টানিং অফিসার জাহাঙ্গীর হোসেন প্রমূখ।
ঈশ্বরদী উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৫৪০৯৭ জন পরুষ ভোটার ১২৮১৭৬ জন নারী ভোটার ১২৫৯২১ জন। ভোটারদের জন্য সাতটি ইউনিয়ন ১ টি পৌরসভায় ৮৪টি কেন্দ্রে ৪৮৭টি বুথে ভোট নেওয়ার জন্য অফিসারদের প্রস্তুত করা হচ্ছে।