বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’)’র সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন মান-অভিমান ভুলে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। নির্বাচনের পর ঈশ্বরদীর বিএনপির নেতাকর্মীদের ঐক্যমতের ভিত্তিতে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করা হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধায় ঈশ্বরদী উপজেলা রোডস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এক নির্বাচনী পথসভায় তিনি (দুলু) এসব কথা বলেন।
জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমানের সভাপতিত্বে নির্বাচনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা তাঁতী দল সভাপতি খায়রুল ইসলাম, বিএনপি নেতা বিষ্টু কর্মকার, আক্কাস আলী, আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, আনজাম হোসেন ডন, আশিকুর রহমান নান্নু, শামসুদ্দোহা পিপ্পু, পৌর যুবদল সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল, পৌর ছাত্রদল সভাপতি আব্দুল আওয়াল প্রমূখ।