পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের উপ-নির্বাচন উপলক্ষ্যে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে চরমিরকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা হয়। ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ এ সভার আয়োজন করে।
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জাতীয় সংসদ উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতিকের প্রার্থী মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এতে বক্তব্য রাখেন।
এছাড়া জনসভায় বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু, সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ্বাস, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী পৌর আ’লীগের সাধারণ সম্পদক ইসাহক আলী মালিথা, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য শিল্পপতি জালাল উদ্দীন তুহিন, পাবনা সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সোহেল হোসেন শাহীন, সলিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সলিমপুর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক নায়েক এমএ কাদের প্রমুখ।