পাবনা-৪ উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রচারণায় কেন্দ্রীয় মহিলা যুবলীগের নেতৃবৃন্দ
বার্তাকক্ষ
আজকের তারিখঃ
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন
পোষ্টটি শেয়ার করুন
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের নৌকা প্রতীকে কলেজ রোড, হাসপাতাল রোড, আমবাগান এলাকায় গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন আওয়ামী যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন খান রিমির নেতৃত্বে যুব মহিলা লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ঈশ্বরদী বাজারের দোকান দোকানে নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করেন।
এর আগে সকাল ৯টায় যুব মহিলা লীগের নেতৃবৃন্দ পাকশী আমতলা, জয়নগর ও মানিকনগর এলাকায় নৌকার প্রচারণায় অংশ নেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লাবনী চৌধুরী, পাবনা জেলা যুব মহিলা লীগের সভাপতি আরেফা খানম শেফালী, ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঈশ্বরদী উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক আতিয়া ফেরদৌস কাকলী, পাবনা সদর যুব মহিলা লীগের সভাপতি সানজিদা পারভীন দিপা, পাবনা জেলা যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক রোকসানা পারভীন কনক, ঈশ্বরদী উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক সোহানা পারভীন রুনা, সদস্য নিলুফা ইয়াসমিন, টুম্পা, মিতু প্রমূখ।