বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন

ঈশ্বরদীর ছলিমপুরে আওয়ামীলীগের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

শিশির মাহমুদ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন

আগামী ২৬ শে সেপ্টেম্বর পাবনা ৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনে উপনির্বাচন উপলক্ষে ঈশ্বরদীর ছলিমপুরে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ছলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত পথসভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন।
পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন, ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, ছলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ বাবলু মালিথা, সাধারন সম্পাদক নায়েক এমএ কাদের, জাতীয়পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রুমী।
ছলিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আওয়ামীলীগের নির্বাচনী অফিস উদ্বোধন শেষে পথসভায় অংশ নিয়ে বক্তারা বলেন, আগামী ২৬ তারিখের নির্বাচনে ঈশ্বরদী আটঘরিয়া আসনে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে আবারো এ আসন উপহার দিতে হবে।
বক্তারা আরও বলেন ছলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের ঘাটি নামে পরিচিত তাই পূর্বের রেকর্ড ভেঙ্গে নৌকাকে বিপুল ভোটে জয়ী করতে দলের সকল নেতাকর্মীদের একসাথে কাধে কাধ মিলিয়ে কাজ করার আহব্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞাত ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মেম্বার ছলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল বারী, যুগ্ম সম্পাদক আলম মোহাম্মদ, আওয়ামীলীগ নেতা তৌফিকুজ্জামান রতন মহলদার, আরিফ মহলদার, আব্দুল মতিন হান্নান, কামরুজ্জামান স্বপন সহ স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উল্লেখ্য পাবনা-৪ ( ঈশ্বরদী আটঘরিয়া) আসনে উপনির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামীলীগের পক্ষে মনোনয়ন দেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস কে।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর