পাবনা-৪ আসনের আসন্ন উপনির্বাচন উপলক্ষ্যে ঈশ্বরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে মহিলা আওয়ামী লীগের সকল নেতা-কর্মীদের আগামী ২৬ সেপ্টেম্বরের উপনির্বাচনে নৌকার বিজয় অর্জনের জন্য একযোগে ঝাপিয়ে পড়ে নির্বাচনের প্রচারণায় অংশগ্রহনের আহব্বান জানানো হয়েছে।
ভোটারদের বাড়ি বাড়ি যেয়ে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি ভোটারদের ভোট কেন্দ্রে এনে বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য মহিলা আওয়ামী লীগের কর্মীদের নির্দেশনা দেয়া হয়।
এসময় মহিলা আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পাবনা ৪ আসন (ঈশ্বরদী-আটঘরিয়া) আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
পাবনা ৪ এর নৌকার মাঝি বলেন এ আসনের অর্ধেক ভোটার নারী, তাই তিনি দলীয় নারী নেত্রীদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার অনুরোধ জানান, আর কোথাও না বসে আর সময়ে নষ্ট না করে সকল নেতা কর্মীদের এক যোগে নিজ নিজ এলাকায় ভোটার দের কাছে গিয়ে নৌকা মার্কায় ভোট চাওয়ার তাগিদ দেন।
তিনি আরো বলেন পাবনা ৪ (ঈশ্বরদী -আটঘরিয়া) আসন টি নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে এবং নৌকা বিজয় অব্যাহত রাখতে হবে। নৌকা বিজয় মানে ঈশ্বরদী আটঘরিয়ার গন মানুষের বিজয়।নৌকার বিজয় মানে উন্নয়নের বিজয়। তাই সকলে ২৬ তারিখে নৌকা বিজয়ী করে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা বজায় রাখার জন্য অনুরোধ জানান ।
মহিলা আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর সালাম খান, ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মলিথা,পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মিন্টু, ব্যারিস্টার সৈয়দ আলী জিরু ও যুবলীগ নেতা দোলন বিশ্বাস সহ প্রমূখ।
মহিলা আওয়ামী লীগের সম্মেলন সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহজামিন শিরিন প্রিয়া ও পৌর মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবিনা ইয়াসমিন,সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী জাহানারা বেগম।
এই বিভাগের আরো খবর........