পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও ভোট প্রার্থনায় নেমেছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে হাবিুবর রহমান হাবিব তেতুল তলা, নওদাপাড়া, কারিগরপাড়া, দাশুড়িয়া ট্রাফিক মোড়সহ পাশ্ববর্তী এলাকায় গণসংযোগ করেন। পরে দাশুড়িয়া বাজারে দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের নিকট ভোট প্রার্থনা করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপি নেতা সুলভ মালিথা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রকিসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।