বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

পাবনা-৪ আসনে উপ-নির্বাচনে বিএনপির মনিটরিং সভা অনুষ্ঠিত

বার্তাকক্ষ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

পাবনা-৪ আসনের উপ-নির্বাচন উপলক্ষে বিএনপি প্রার্থীর মনিটরিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির আহবায়ক ও উপ-নির্বাচনের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন সমন্বয় কমিটির সদস্য সচিব ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বিশেষ অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রার্থী হাবিবুর রহমান হাবিব, সহ সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, পাবনা-২ আসনের সাবেক এমপি সেলিম রেজা হাবিব, পাবনা-৩ আসনের সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম, হাসান জাফির তুহিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এ সময় বক্তারা বলেন, অতীতের সকল দলীয় কোন্দল ও বিভেদ ভুলে সবাই এক কাতারে মিলিত হয়। এই আসনটি বিএনপির আসন বলেই তারা দাবী করেন। গত কয়েকটি নির্বাচনে আমাদের অভ্যন্তরীণ কোন্দলের কারনেই আসনটি হারাতে হয়েছে। এবারের ঘটনা ঘটতে দেওয়া যাবে না বলেও নেতাকর্মীদের উদ্দেশ্য এ কথা বলেন কেন্দ্রীয় নেতারা।

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন মনিটরিং কমিটির সদস্য সচিব ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, পাবনা-৪ আসনের উপ-নির্বাচনের ফলাফলের মাধ্যমেই জানাতে চাই, তাদের জনপ্রিয়তা কতটুকু।এ্কই সাথে তিনি দলীয় নেতাকমীদের যে কোন মুল্যে ভোট কেন্দ্র পাহাড়া দেওয়ারও অনুরোধ করেন।

এই সভা শেষে কেন্দ্রীয় নেতারা  দাশুড়িয়া ও আটঘরিয়াতে নির্বাচনী পথসভা করেন।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর