বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বার্তাকক্ষ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের বর্ধিতসভা ও নির্বাচন প্রস্তুতি মিটিং বুধবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাবনা-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

বর্ধিতসভা ও নির্বাচন প্রস্তুতি মিটিংএ উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টুর সঞ্চালনায় পরিচালিত হয়।

এ সময় প্রস্তুতি মিটিংএ উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, ঈশ্বরদী পৌর আ’লীগের সভাপতি পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু,  পাবনা সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী,   উপজেলা আ’লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল, মোহাম্মদ রশিদুল্লাহ, আকরাম আলী, ফরিদুল ইসলাম ফরিদ, পাকশী ইউনিয়ন আ’লীগের সভাপতি হাবিবুল ইসলাম, লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান শরিফ, ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, দাশুড়িয়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার প্রমূখ।

উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন পাবনা-৪ আসনের উপনির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর