বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন

পাবনা-৪ আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের মনোনয়নপত্র দাখিল

বার্তাকক্ষ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার (২ সেপ্টেম্বর)  দুপুরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঈশ্বরদী উপজেলা  নির্বাচন  কর্মকর্তা রায়হান কুদ্দুসের  নিকট মনোনয়ন  দাখিল করেন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও প্রবীণ বিএনপির নেতা আব্দুল বারী সরদার, জেলা বিএনপির সদস্য সচিব সিদ্দিকুর রহমান, মহিলা দলের নেত্রী ডলিসহ ঈশ্বরদী-আটঘরিয়া বিএনপির নেতৃবৃন্দ।

এর আগে  সকালে  পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন হাবিবুর রহমান হাবিব। এসময় পাবনা জেলা, ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর