নাটোরের লালপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে জহুরুল ইসলাম, পিতাঃ দিনার আলী নামের এক ভেজাল গুড় ব্যবসায়ীকে ১লক্ষ টাকা জরিমানা করেছে র্যাব-৫ এর সহতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
সমবার (৩১ আগষ্ট) দুপুরে উপজেলার ওয়ালিয়া এলাকার এক ভেজাল কারখানায় অভিযান চালিয়ে এই জরমিানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি।
র্যাব জানায়, ভেজাল গুড় তৈরী হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকার এক ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে ৪ হাজার কেজি ভেজাল গুড়, রং ও গুড় তৈরীর সরঞ্জামসহ জহুরুল ইসলাম, পিতাঃ দিনার আলী নামের এক ভেজাল গুড় ব্যবসায়কে আটক করা হয়। এসময় ভেজাল গুড় তৈরীর অপরাধে আটককৃত ১ গুড় ব্যবসায়কে ১ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করে জানান, ভেজাল গুড় উৎপাদনের অপরাধে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৪২ ধারায় জহুরুল ইসলাম কে ১ লক্ষ জরিমানা করা হয়েছে।