পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দু’জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নেওয়া হয়।
সাক্ষাৎকার শেষে কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান হাবিবুর রহমান হাবিব। এসময় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
পরে হাবিবুর রহমান হাবিব মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বাসা থেকে চূড়ান্ত মনোনয়নের চিঠি নেন।
মনোনয়ন বোর্ডের ভার্চ্যুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় অন্যদের মধ্যে সংযুক্ত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।
এর আগে রোববার (৩০ আগস্ট) নয়াপল্টনের দলীয় কার্যালয়ে গিয়ে হাবিবুর রহমান হাবিব ও আহসান হাবিব দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে ফরম সংগ্রহ করেন।
সোমবার দুপুর ২টায় ২৫ হাজার টাকা জামানতসহ পূরণ করা ফরম জমা দেন তারা। বিকেল ৫টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে মনোনয়ন বোর্ডের ভার্চ্যুয়াল সভায় সাক্ষাৎকার দেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে বিএনপির প্রার্থী ছিলেন হাবিবুর রহমান হাবিব। পুনরায় তিনি মনোনয়ন পেলেন।
মনোনয়ন পাওয়ার পর হাবিবুর রহমান হাবিব বলেন, নির্বাচন সুষ্ঠু হলে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে।
আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হবে। গত ২ এপ্রিল আওয়ামী লীগের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।