শনিবার (২২আগষ্ট) সকালে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের পুরাতন ভবনে দলীয় মনোনয়ন পত্র জমা এ্যাডভোকেট রবিউল আলম বুদু।দুপুর সাড়ে ১২টার দিকে ফরম জমা দেন তিনি।
বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আইনজীবী। রবিউল আলম বুদু পঁচাত্তুরের বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ডের পরে সত্তুর দশকের শেষের দিকে ঈশ্বরদী থানা ছাত্রলীগ এর সদস্য,একই বছরে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রসংসদ এর সাহিত্যও সাংস্কৃতিক সম্পাদক, আশির দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগ এর সহ-সভাপতি।বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগ এর কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক,বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আইনজীবী। বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সুপ্রীমকোর্টের সাধারন সম্পাদক ছিলেন। সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশন এর নির্বাচনে তিনবার বাংলাদেশ আওয়ামীলীগ এর দলীয় মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য।
দলীয় মনোনয়ন পত্র জমা প্রদানের সময় তার সঙ্গে ছিলেন জনাব আশরাফুজ্জামান উজ্জল যুগ্মসাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখা,জনাব শহিদুল ইসলাম সহ-সভাপতি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ,জনাব আব্দুল হান্নান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ,জনাব শরিফুল ইসলাম সভাপতি জাতীয় শ্রমিক লীগ ইউনিয়ন শাখা,মাছপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জনাব আবদুল্লাহ আল মামুন,জনাব ফিরোজ আল আমিন সাবেক সাধারন সম্পাদক ঢাকা কলেজ ছাত্রলীগ,জনাব মোঃ ফিরোজ হোসেন বাকি সাংগঠনিক সম্পাদক দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ,জনাব স্বপন হোসেন সভাপতি ২ নং ওয়ার্ড দাশুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ডু ব্যারিস্টার শিমুল কিবরিয়া ব্যারিস্টার দীপঙ্কর ঘোষ ব্যারিস্টার সাইফ উদ্দিন খোকন এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন এ্যাডভোকেট আব্দুস সালাম রাজন, আবদুল্লাহ আল মামুর সদস্য পাবনা জেলা আওয়ামী যুবলীগ,একরাম হোসেন, সাবেক সহ-সভাপতি ছলিমপুর ইউনিয়ন ছাত্রলীগ, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ,নূর আলম উপ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পাবনা জেলা ছাত্রলীগ সহ আরো বিপুল সংখ্যক দলীয় নেতাকার্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় মনোনয়ন পত্র জমা শেষে ঈশ্বরদী আটঘরিয়ার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
শূন্য হওয়া পাবনা- ৪ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়নের জন্য মোট ২৭ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়নপত্র কিনেছেন।