বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন

এবার ৫০ ইঞ্চির স্মার্ট টিভি আনছে নকিয়া

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন
ছবিঃ প্রতীকী

আরো দুই নতুন স্মার্ট টিভি আনছে নকিয়া। এগুলো হলো ৩২ ইঞ্চির এবং ৫০ ইঞ্চির। এর আগে নকিয়া ৪৩ ও ৫৬ ইঞ্চির স্মার্ট টিভি বাজারে ছাড়ে। এই টিভিতে এইচডি রেজুলেশন পাওয়া যাবে।

নকিয়ার নতুন স্মার্ট টিভিতে ডিটিএস, ট্রু সারাউন্ড সাউন্ড, ডলবি অডিও এবং জেবিএল স্পিকারের সুবিধা থাকছে।

নকিয়ার ৩২ ইঞ্চি এবং ৫০ ইঞ্চির স্মার্ট টিভি দুটিতে থাকতে পারে অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম। পাশাপাশি এতে কোয়াডকোয়ার প্রসেসর থাকার কথা রয়েছে। এই টিভিতে ২.২৫ জিবি র‌্যাম এবং ১৬ জিবি স্টোরেজ এর সুবিধা থাকছে।

এই স্মার্ট টিভি দুটিতে স্লিম বেজেল এবং ভি-আকৃতির স্ট্যান্ড পাওয়া যাবে। এতে ১২ ওয়াটের এর দুটি স্পিকার রয়েছে যা ডলবি অডিও এবং ডিটিএস ট্রু এর ডিজাইন রয়েছে। টিভিতে বিল্ট-ইন ক্রোমকাস্ট এবং ব্লুটুথ সংস্করণ ৫.০ এর সুবিধা থাকতে পারে।

৫০ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে নকিয়া নতুন এই টিভি দুটি।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর