বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন

পাবনা-৪ উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অব:) নজরুল ইসলাম রবি’র আটঘরিয়ায় মতবিনিময়

রাসেল আলী
আজকের তারিখঃ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন
নজরুল ইসলাম রবি।

পাবনা- ৪ আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশী প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক, আটঘরিয়ার কৃতি সন্তান, পাবনা জেলা আওয়ামীলীগের সক্রিয় সদস্য মেজর জেনারেল (অব:) নজরুল ইসলাম রবি আটঘরিয়ার মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিমিয় করেছেন।

আটঘরিয়া উপজেলার শ্রীকান্তপুর, পুস্তিগাছা, দেবোত্তর, সরাবাড়িয়াসহ আশেপাশের এলাকায় এ মতবিনিময় করেন তিনি।

এসময় মেজর জেনারেল (অব:) নজরুল ইসলাম রবি স্বাস্থ্যবিধি মেনে সাধারন মানুষের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।

মতবিনিমিয় কালে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মেনে নিয়ে সকলকে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করতে আহবান জানান মেজর জেনারেল (অব:) নজরুল ইসলাম রবি।

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য তুলে ধরে নৌকায় ভোট দিয়ে আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার আহবান জানান।

সবশেষে তিনি সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেন, এবং সকলকে তা মেনে চলার অনুরোধ জানান।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর